November 5, 2025
কথায় বলে মনের দুঃখে বনে আগুন। কিন্তু বনে নয়, নিজের বাড়িতেই আতুন ধরিয়ে দিয়েছে পোলান্ডের বাসিন্দা চেসল কামিনস্কি।
৬৯ বছরের কামিনস্কির বরাবরই রাগ একটু বেশি। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বৌ ছেলে পুলেদের নিয়ে পিকনিকে চলে গেছে। তার জন্য রেখে গেছে একখানা চিরকুট।
সঙ্গে করে নিয়ে যাওয়া তো দূর, যাওয়ার আগে তাকে বলেনি পর্যেন্ত। ঘুম ভেঙ্গে বৌয়ের চিরকুট থেকে সকলের দল বেধে পিকনিকে যাওয়ার খবর পড়ে কামিনস্কি তো রেগে কাই।
রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সে গ্যাস সিলিন্ডার ছুড়ে মেরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সময়মতো বেরিয়ে আসতে না পারায় সে নিজেও গুরুতর আহত হয়। এখন সে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে অচেতন পড়ে আছে।
তার বউ গ্রাজিনা বলেন, ‘আমাকে সে মোবাইল করে বাড়ি ফিরে যেতে বলেছিলো। আমি রাজি হইনি। তখন সে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। আমি তার হুমকিকে পাত্তা দেইনি। পরে বাড়ি ফিরে দেখি এই অবস্থা।’
এদিকে তাদের প্রতিবেশীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিলো না এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।