November 6, 2025
আসছে ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের সাতদিন ভারতের সাতটি রাজ্যকে পোশাকের মাধ্যমে উপস্থাপন করবেন বলিউড অভিনেত্রী শারলিন চোপড়া। পাশাপাশি নিজের প্রথম চলচ্চিত্র ‘কামসূত্র’ এর দ্বিতীয় ট্রেইলার ‘কামসূত্র ৩ডি’ এর প্রমোট করবেন তিনি।
এসময় তার সাথে থাকবেন সিনেমার পরিচালক রুপেশ পল এবং প্রযোজক মিতেশ কুমার পাটেল।
শারলিন বলেন, “আমার প্রথম সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এর জন্য আমি অনেক খুশি। আমি এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি”।
তিনি আরও বলেন, ‘‘আমি আমার দেশকে বিশ্বের সামনে উপস্থাপন করবো দেশীয় পোশাকের মাধ্যমে। এটার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আসলে অনেক উত্তেজিত”।
শারলিনকে কান উৎসবের প্রথম দিনে কেরেলার পোশাকে, দ্বিতীয় দিনে রাজাস্থানের এবং একে একে গুজরাট, তামিল নাডু, কাশ্মীর, আসাম এবং বাংলা’র পোশাকে দেখা যাবে।