পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অদৃশ্য বোতামের আইফোন!

Posted on May 13, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

iphone-touvhঅদৃশ্য বোতামযুক্ত আইফোন তৈরি করতে পারে অ্যাপল। প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, অদৃশ্য ধাতব বোতাম ও সøাইডারযুক্ত আইফোনের পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

সম্প্রতি অ্যাপল পণ্যের সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, স্টিভ জবস মারা যাওয়ার পর উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে অ্যাপল। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।
কিন্তু স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের উদ্ভাবনী ক্ষমতা কমে এসেছে এ সমালোচনা মানতে নারাজ অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক। সম্প্রতি ‘ডিসঅ্যাপিয়ারিং বাটন অ্যান্ড সøাইডার’ নামে একটি পেটেন্ট যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পেটেন্ট আবেদনে বলা হয়েছে, অদৃশ্য বাটনটি আইফোন ছাড়াও, আইপ্যাড, ল্যাপটপ, গেম কনসোলেও ব্যবহার করা যাবে। এ পেটেন্ট অনুযায়ী আইফোনের বাটনটি লুকানো থাকবে। প্রয়োজন পড়লে ব্যবহারকারী তাঁর আইফোনটির বাটনটি বের করে নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, পেটেন্ট আবেদন করলেও এ প্রযুক্তিনির্ভর আইফোন বাজারে আসতে আরও বেশ খানিকটা সময় লাগতে পারে। অ্যাপল বর্তমানে সাশ্রয়ী দামের প্লাস্টিক কেসিংয়ের আইফোন তৈরি করছে। শিগগিরই সাশ্রয়ী আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

 

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud