পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসছে গ্যালাক্সি এস ফোর জুম

Posted on May 13, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

samsung_s4১৬ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটির নতুন সংস্করণ বাজারে আনতে পারে স্যামসাং।যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাং গ্যালাক্সি এস ফোরের চেয়ে ছোট আকারের একটি সংস্করণসহ একাধিক নতুন সংস্করণের গ্যালাক্সি এস ফোর স্মার্টফোন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ সংস্করণগুলো হবে গ্যালাক্সি এস ফোর মিনির সংস্করণ। এর মধ্যে একটিতে থাকবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, যা গ্যালাক্সি এস ফোর জুম নামে বাজারে পাওয়া যেতে পারে। স্যামসাংয়ের নতুন মুঠোফোনের তথ্য ফাঁসকারী ওয়েবসাইট হিসেবে খ্যাত স্যামমোবাইলে এ তথ্য প্রকাশিত হয়েছে।

স্যামমোবাইলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৬ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার, ১০এক্স অপটিক্যাল জুম সুবিধার স্মার্টফোনটির নাম গ্যালাক্সি এস ফোর জুম রাখতে পারে স্যামসাং কর্তৃপক্ষ। ৪.৩ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকবে ৮ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। অ্যান্ড্রয়েড জেলি বিন নির্ভর স্মার্টফোনটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই সুবিধা থাকবে। বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
জুলাই মাস নাগাদ গ্যালাক্সি এস ফোর মিনির নতুন সংস্করণগুলো বাজারে আনতে পারে স্যামসাং। এ স্মার্টফোনগুলো হবে মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud