শেষ হলো সীমানা পুন:নির্ধারণের আপত্তির শুনানি
Posted on May 12, 2013 | in আইন-আদালত | by ajkerkhabor.com

ঢাকা: সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণ নিয়ে ৩০০ আসনের মধ্যে ৮৭টির আপত্তি আবেদনের শুনানি শেষ হয়েছে। রবিবার ঢাকা বিভাগের একাংশের আপত্তি আবেদনের শুনানির মাধ্যমে এ শুনানি শেষ হয়। গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এ শুনানি চলে ১২ মে পর্যন্ত।
এর মধ্যে রংপুর ও খুলনা বিভাগের (আংশিক) ২৩ এপ্রিল (৭৫টি আপত্তি আবেদন), খুলনা ও বরিশাল বিভাগের ২৫ এপ্রিল (৬৯টি), সিলেট ও চট্টগ্রাম বিভাগের (আংশিক) ২৮ এপ্রিল (৩৬টি), চট্টগ্রাম ও ঢাকা বিভাগের (আংশিক) ৩০ এপ্রিল (৪৮টি), ঢাকা বিভাগের জন্য ২ মে (৪৭টি), ৯ মে (৫৭টি) ও ১২ মে (৫১টি) আপত্তির আবেদনের শুনানি সম্পন্ন হয়।
সব মিলিয়ে নির্বাচন কমিশন প্রস্তাবিত এসব সীমানা নিয়ে ৮৯৪টি আপত্তি ও পরামর্শ আবেদনের শুনানি হয়েছে।
শুনানি শেষে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণ নিয়ে আপত্তি আবেদনের শুনানি শেষ করেছি। এখন যতো দ্রুত সম্ভব দশম জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা গেজেটে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৮৭টি আসনে পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।