November 6, 2025
ঢাকা: সরকার বিরোধী নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে নতুন আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। সূত্রমতে, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অথবা বুধ ও বৃহস্পতিবার হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা যায় কি না তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।