পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সভার ট্রজেডি, মৃতের সংখ্যা বেড়ে ৭৬৫

Posted on May 8, 2013 | in জাতীয় | by

Abu shufian- (181)

ঢাকা: সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার ভোর ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ১৫তম দিনে উদ্ধার করা মৃতদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৫ জনে।

এর মধ্যে ৫৮০ জনের মৃতদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুর্ঘটনার ১৫তম দিন বুধবার ভোর ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে ৬৩টি লাশ। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে ৭৯টি এবং অধরচন্দ্র মাঠে রয়েছে ৪৪টি লাশ।

এর আগে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর ৬টার আগে পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশগুলো অধরচন্দ্র স্কুল মাঠে রাখা হয়। সেখানে এখনও অনেক স্বজন প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করছেন।

উদ্ধারকর্মীরা জানান, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। ফলে লাশ শনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল (বুধবার) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৭ জন শ্রমিককে।

সাভারের মর্মান্তিক এ ঘটনায়  আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশের পোশাকশিল্প। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় মুখর হয়েছে। এমনকি বিদেশি ক্রেতাদের কয়েকটি পোশাক কারখানার পরিবেশ ও মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না বলে জানিয়ে দিয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে সাভারের আশুলিয়ায় তাজরীণ ফ্যাশনে অগ্নিকাণ্ডে শতাধিক পোশাক শ্রমিকের প্রাণহানি হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud