November 6, 2025
ঢাকা: হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ৯ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলামের আদালতে এ রিমান্ড আদেশ দেন। বেলা ৩টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়ে বেলা ৪টা ৫০ মিনিটে তা শেষ হয়। এর আগে বেলা সাড়ে ৩টায় জুনায়েদ বাবুনগরীকে আদালতে আনা হয়।
উল্লেখ্য, গত রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংর্ঘষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় উসকানিমূকল বক্তব্য দেয়ার অভিযোগ সোমবার বিকেলে লালবাগ থেকে জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করে পুলিশ।