পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবাসিক গ্যাস সংযোগের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী

Posted on May 7, 2013 | in জাতীয় | by

PM_new-pic20130507062909

ঢাকা: দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবাসিক বাসা-বাড়িতে গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেট্রোবাংলা খুব শিগগিরই এ বিষয়ে কাজ শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাসিক বাসা-বাড়িতে গ্যাস সংযোগের অনুমতি দেন।  পেট্রোবাংলার উদ্ধৃতি দিয়ে সচিব জানান, বর্তমানে আবাসিকে প্রায় ৫৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। বিধিমালা অনুযায়ী এসব সংযোগ জরিমানা আদায় করে বৈধ করার পক্রিয়া চলবে।

সচিব বলেন, অবৈধ সংযোগের কারণে প্রায় ৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়ে আসছে। এসব সংযোগ বৈধ করা হলে রাজস্ব আদায় হবে।তবে শুধু অবৈধ সংযোগ নয়, যাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারাও বৈধ সংযোগের সুযোগ পাবেন। আবাসিক গ্যাস সংযোগে যারা আগেই আবেদন করেছেন এবং ডিমান্ড নোট টাকা জমা দেওয়ার পর তাদের আবেদন বিবেচিত হয়েছে, তারাও এ সুযোগ পাবেন। নতুন এসব গ্যাস সরবরাহ করার ক্ষমতা পেট্রোবাংলার রয়েছে।

সচিব বলেন, নতুন সংযোগের ডিমান্ড নোট অনুযায়ী ১৫ দশমিক ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে, অবৈধ সংযোগের ৬ মিলিয়ন ঘনফুট খরচ হচ্ছে।নতুন সংযোগ দেওয়ার পর ২২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

বর্তমানে দেশের মাত্র ১০ থেকে ১২ শতাংশ জনগণ আবাসিকে গ্যাস সুবিধা পাচ্ছে। তবে নতুন কোনো গ্যাস লাইন স্থাপন করা হবে না। শুধুমাত্র যেসব স্থানে লাইন রয়েছে সেখানেই এ সংযোগ দেওয়া হবে।নতুন গ্যাস সংযোগ দেওয়ার পর গ্যাস সরবরাহে কোনো সংকট তৈরি হবে না বলেও দাবি করেন সচিব।

সচিব জানান, পর্যায়ক্রমে গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। নতুন গ্যাস সংযোগে স্বচ্ছতা রাখতে এবং ভুল-ভ্রান্তি এড়াতে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে বলেও জানান সচিব।

এদিকে প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীতে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন বলে জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এ সংক্রান্ত নথিতে সই করে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।

আবাসিকে গ্যাস সংযোগ প্রদানের অনুমতি দেওয়ায় সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, শিল্পের পর আবাসিকে সংযোগ মহানগরীর দীর্ঘদিনের প্রত্যাশা ও ভাগ্যোন্নয়নে নতুন পথ নির্মাণের সূচনা হলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud