November 6, 2025
রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় পিকেটিং ছাড়াই জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বগুড়া ও চাঁপাইনবাবঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দীন ও নজরুল ইসলামসহ নেতাদের গ্রেপ্তার এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও রাজশাহী মহানগরীর শিবিরের অফিস সম্পাদককে নিখোঁজের প্রতিবাদে এ হরতাল আহ্বান করে জামায়াত।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সকালে রাজশাহীর খড়খড়ি এলাকায় হরতাল সমর্থনে পিকেটিং করার চেষ্টা করে জামায়াত শিবিরকর্মীরা। তবে সেখানে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। এর পর জামায়াত শিবিরকর্মীদের আর কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।’
তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে। যেকোনো নাশকতা এড়াতে নগরীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ।