পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সানির পর অঞ্জলি

Posted on May 6, 2013 | in বিনোদন | by

Priya Raiমুম্বাই: ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার সানি লিওনের পর বলিউডে আগমন হতে যাচ্ছে নতুন ইন্ডিয়ান-আমেরিকান পর্নোস্টার প্রিয়া অঞ্জলির।বলিউড প্রযোজকরা পর্নোস্টারদের নিয়ে ছবিতে কাজ করতে আগ্রহী হচ্ছেন। আর দর্শক চাহিদা তুঙ্গে থাকায় প্রযোজকরা নতুন ছবিতে প্রিয়া অঞ্জলিকে নেয়ার কথা ভাবছেন, এমনটাই জানা গেছে। আর এটা হতে পারে সানির পর নতুন কোনো পর্নোস্টারের আগমন।ভারতীয় উপমহাদেশে সামাজিক দিক দিয়ে পর্নোস্টারের ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা খুব উঁচু না হলেও বলিউডে পর্নোস্টার সানির সাফল্য এর ব্যতিক্রম। ইতিমধ্যেই ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’ দুটি ছবি ও মুক্তিপ্রাপ্ত ছবি ‘শুট আউট অ্যাট ওয়াদালা’-এর আইটেমটি বেশ নাম করেছে। আর সেই পালে হাওয়া লাগিয়ে বলিউডে আবারো জায়গা করে নিতে যাচ্ছে নতুন আরো একজন পর্নোস্টার।উল্লেখ্য, কমপ্লেক্স ম্যাগাজিনে ১০০ পর্নোস্টারের তালিকায় ১৯তম অবস্থানে আছেন রোদে পোড়া তামাটে শরীরের প্রিয়া অঞ্জলি। এখন দেখার বিষয় নতুন এ পর্নোস্টার বলিউডে কতটা সফল হতে পারেন!

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud