November 6, 2025
ঢাকা: পোশাক শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সভাপতি করে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে দেশের পোশাক কারখানা সরেজমিন পরির্দশন শেষে প্রতিবেদন মন্ত্রী পরিষদের কমিটির কাছে জমা দেবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেখানে একজন প্রতিমন্ত্রীকে প্রধান করার কথা থাকলেও তা পরিবর্তন করে একজন মন্ত্রীকে প্রধান বা সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি করা হয়েছে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, কমিটির গঠন কার্যাবলী নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।