November 6, 2025
ঢাকা: ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব অধ্যাপক একমেলেদ্দিন ইহসানোগলুর সঙ্গে জরিুরি বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমাবার রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।-বাংলামেইল
তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনা করবেন খালেদা জিয়া।
২৪ ঘণ্টার এক ঝটিকা সফরে সোমবার ঢাকা আসছেন অধ্যাপক একমেলেদ্দিন ইহসানোগলু। ওআইসির সহযোগী সংস্থা ‘ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্স’-এর (আইএএস) ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন।
এদিকে ১৮ দলীয় জোটের সিনিয়র ও শীর্ষ নেতাদের সঙ্গেও সোমবার রাতে বৈঠিক করবেন খালেদা জিয়া। তদবে এ বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
এ বৈঠকে বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন শাইরুল কবির।