November 6, 2025
অনেক দিন ধরে বিপাসার দিন ভাল যাচ্ছেনা । বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু বেশ ক’বছর ধরেই চলচিত্রে খুব একটা সফল হতে পারছেন না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আত্মা’ বক্স অফিসে বলা যায় একেবারেই ফ্লপ যায়।
তার আগে ‘রাজ থ্রি’ ছবিটিতেও বিপাশা কোনো প্রশংসা কুড়াতে পারেননি। সব মিলিয়ে তার একজন অভিনেত্রী হিসেবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যে আবার সম্প্রতি ‘ফ্রিডম’ নামের একটি চলচিত্র থেকে বাদ পড়লেন তিনি।
ছবিটির পরিচালক অবশ্য বিপাশার বাজার পড়তির কারণেই বাদ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে বিপাশার হাতে নতুন কোনো ছবি নেই।’