November 6, 2025
ঢাকা: বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামেননি লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে সেই ম্যাচে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছিল কাতালানরা। তবে লা লিগার আসরে আবার জয়ের ধারায় ফিরেছেন টিটো ভিলানোভার শিষ্যরা। গতকাল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনা পেয়েছে ৪-২ গোলের জয়। লা লিগার শিরোপা জয়টা নিশ্চিত করে ফেলতে আর মাত্র দুই পয়েন্ট দরকার বার্সেলোনার।
নিজেদের মাঠে গতকাল শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের দুই মিনিটের মাথায় বার্সেলোনার জালে বল জড়িয়ে দিয়েছিলেন বেটিসের মিডফিল্ডার ডোরলান পাবন। নয় মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান অ্যালেক্সিস সানচেজ। এরপর ৪৩ মিনিটে আবারও বার্সা-শিবিরে আঘাত হানে রিয়াল বেটিস। রুবেন পেরেজের গোলের সুবাদে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও খেলায় সমতা ফেরায় বার্সেলোনা। এবার গোল করেন ডেভিড ভিয়া। এই গোলের পরপরই ভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৬০ ও ৭১ মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
লা লিগার ৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে এবারের মৌসুমের শিরোপা জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলেছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি চারটি ম্যাচই যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, তাহলে তাদের ঝুলিতে জমা হবে ৮৯ পয়েন্ট। অন্যদিকে শিরোপা জয় নিশ্চিত করতে আর মাত্র দুই পয়েন্ট প্রয়োজন বার্সেলোনার।