November 6, 2025
ইসলামাবাদ: বোমা হামলা এবং তালেবানের হুমকির কারণে প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করবে না পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)। দলটির নেতা এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এই কথা জানান।
রোববার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে মালিক বলেন,“সন্ত্রাসী হামলায় পিপিপি তার কোনো নেতা ও কর্মী হারাতে চায় না।”
সন্ত্রাসীদের সঙ্গে নওয়াজ শরিফের যোগসাজশ রয়েছে অভিযোগ করে মালিক বলেন,“ তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে পাকিস্তান তালেবানের।”
এদিকে বেলুচিস্তানে ভোট কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে এমন চারটি স্কুলে বোমা এবং রকেট হামলা চালিয়েছে তালেবানরা। বাখরান এবং মাসটাং জেলায় এই ঘটনা ঘটে। হামলায় কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় পুলিশ।