November 6, 2025
গ্রাফিনি নামের বিশেষ এক ধরনের উপাদান থেকে পেইন্ট বা রং তৈরির পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন সিঙ্গাপুরের গবেষকেরা। দেয়ালে এ রং ব্যবহার করা হলে তা থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
গ্রাফিনি পেইন্ট সূর্যশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং প্রয়োজনে দেয়ালে লাগানোর পর রঙে পরিবর্তন আনাও সম্ভব হবে। গবেষকেদের বরাতে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
গ্রাফিনি নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পুরস্কার জিতেছিলেন। ২০০৪ সালে এক অণু পুরুত্বের এই কার্বন গ্রাফিনি আবিষ্কার করেছিলেন গবেষকেরা।
সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, নমনীয় ও পাতলা গ্রাফিনিকে কোটিং হিসেবে ব্যবহার করা সম্ভব এবং তা দেয়ালে রং হিসেবেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে দেয়ালে গ্রাফিনির রং থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সিঙ্গাপুরের গবেষকেদের গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ সাময়িকীতে।
গবেষকেরা গ্রাফিনি থেকে তৈরি কোটিং মুঠোফোনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যেও ব্যবহারের কার্যকারিতা নিয়ে গবেষণা করছেন। গবেষকেরা জানিয়েছেন, তাঁদের গবেষণা সফল হলে ইলেকট্রনিক পণ্যগুলো সূর্যশক্তি থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।