November 6, 2025
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের সব ধরনের সভা-সমাবেশ স্থগিত করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে তিনি এ কথা জানান।
হানিফ বলেন, ‘আমরা ডিএমপির নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কর্মসূচিগুলো স্থগিত রাখবো। পরবর্তী নির্দেশ পাওয়ার পর আবার আমাদের কর্মসূচি যথারীতি চলবে।’
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি বন্ধের ব্যাপারে আওয়ামী লীগের অন্যকোনো নেতাকর্মীর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
এদিকে, রোববারের সহিংস ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার রাত ১০টায় ধানম-ির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম।
উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি এক বার্তার মাধ্যমে সোমবার মধ্যরাত পর্যন্ত সব রাজনৈতিক দলের সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।