November 6, 2025
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলুকে ৭ দিনের রিমান্ডে নেওয়া ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ রিমান্ড ও জামিন শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। গত ১১ মার্চের ঘটনায় পল্টন থানার দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার তাকে ৭দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনি দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। এতে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। যদিও পরে মহাসেন বিবেচনায় এ হরতাল প্রত্যাহার করা হয়।
জানা যায়, ১৮ দলীয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বুলু।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে যুগ্ম-মহাসচিব ও দলের সাংগঠনিক সম্পাদকবৃন্দও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। কর্মসূচি ঘোষণার পর বরকত উল্লাহ বুলু দলীয় কার্যালয়ের নিচে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ১১ মার্চ কার্যালয়ে পুলিশি অভিযানে অন্য নেতাকর্মীদের সঙ্গে বুলুও আটক হয়েছিলেন। গত ২১ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান।