পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৮ আসনে ১৯ জানুয়ারি পর্যন্ত সেনা

Posted on January 14, 2014 | in দুর্নীতি দমন কমিশন | by

1388071276-bangladesh-army-is-deployed-in-dhaka_3566884ঢাকা: পুনঃভোটের আট নির্বাচনী এলাকায় ১৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  সোমবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে নির্বাচন কমিশনার মো, শাহনেওয়াজ জানান। অবশ্য এর আগে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত শুক্রবার জানিয়েছিল, ইসির চাহিদা অনুযায়ী পুনঃভোট হতে যাওয়া আট আসনে ১৭ জানুয়ারি পর‌্যন্ত সেনা থাকবে। শাহনেওয়াজ জানান, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, লক্ষ্মীপুর ও যশোর আট সংসদীয় আসনের স্থগিত ভোটকেন্দ্রে ১৬ জানুয়ারি পুনঃভোট হচ্ছে। এ নির্বাচনী এলাকায় ১৭ জানুয়ারির পরিবর্তে ১৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। “নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার জন্য যা যা করার সবই করা হচ্ছে।

সেনাবাহিনীকে আরো দুইদিন বেশি রাখার বিষয়ে কমিশনে সিদ্ধান্ত হয়েছে।” পাশাপাশি নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে অপর নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান। তিনি জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্যের পাশাপাশি সব কেন্দ্রই ‘পুলিশ র্ফোস’ বাড়ানো হচ্ছে। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের চারদিনের বদলে ৬দিন রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে । দিনাজপুর-৪ আসনের ৫৭টি, কুড়িগ্রাম-৪ আসনের দুটি, গাইবান্ধা-১ আসনের ৫৪টি, গাইবান্ধা-৩ আসনের ৮০টি, গাইবান্ধা-৪ আসনে ৭২টি, বগুড়া-৭ আসনে ৪৬টি, যশোর-৫ আসনে ৬০টি ও লক্ষ্মীপুর-১ আসনে ২১টি স্থগিত কেন্দ্রে পুনঃভোট হবে বৃহস্পতিবার।

‘বাকি জেলায় মহড়ার কাজে সেনা’ দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৫৯ জেলার ১৪৭ আসনে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ১৫ দিন সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, বৃহস্পতিবারের পর দেশের ৫৩ জেলায় সশস্ত্রবাহিনীর নির্বাচনী দায়িত্ব শেষ হয়েছে। তবে আট আসনে পুনঃভোটের কারণে বাকি ৬ জেলায় তারা ভোটের কাজে থাকবে। ৯ জানুয়ারির পরও অনেক এলাকায় সেনা অবস্থানের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “শীতকালীন মহড়ার কাজে তারা ফিল্ডে আছে। যখন মহড়া শেষ হবে তখন ফিরে যাবে।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud