November 6, 2025
ঢাকা: ৭ মে দেশব্যাপী অবরোধের ডাক দিতে যাচ্ছে ১৮ দলীয় জোট। এ অবরোধ শেষে টানা হরতালের কর্মসূচিও আসছে।
বিশেষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেই এমন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সূত্রে জানা গেছে।
রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এদিকে ১৮ দলের পক্ষ থেকে সোমবার বিকেল ৩টায় নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের হেফাজতের পাশে দাঁড়াতে রাজপথে বের হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া হেফাজতের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১৮ দল।
উল্লেখ্য, ১৩ দফা দাবিতে ৫ এপ্রিল ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। এরপর দুপুরের পর থেকে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হতে থাকেন হোফাজতের কয়েক লাখ কর্মী সমর্থক। বিকেলের দিকে আওয়ামী লীগ-পুলিশ-হেফাজতের সংঘর্ষ শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। এ সময় কয়েক শ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ কয়েক হাজার রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া শতাধিক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মারা যায় ১৩ জন। এদের মধ্যে বেশিরভাগই হেফাজতের কর্মী।
এ সহিংস ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপিসহ ১৮ দল। অন্য দিকে সহিংসতার জন্য হেফাজতের আড়ালে শিবিরকে দায়ী করেছে আওয়ামী লীগ।