পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৫ মে’র মহাজাগরণ ঠেকাতে পারবে না সরকার: হেফাজত

Posted on May 3, 2013 | in জাতীয় | by

ঢাকা: ‘৫ মে ঢাকা অবরোধকালে তৌহিদি জনতার মহাজাগরণ সরকার ঠেকাতে পারবে না’ বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নুর হোসাইন কাসেমী বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ১৩ দফা দাবি মেনে না নেয়ায় এদেশের কোটি কোটি মুসলমান চরমভাবে ক্ষুব্ধ। তাই ৫ মে তাদের যে মহাজাগরণ সৃষ্টি হবে তা কেউ ঠেকাতে পারবে না।”

তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি, ক্ষমতায় থাকতে বা যেতে হলে আমাদের এই ১৩ দফা দাবি মানতে হবে।”

হেফাজত নেতা বলেন, “৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। তবে বাধা দিয়ে অপ্র্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে এর দায় সরকারের।”

সরকার অবরোধ কর্মসূচির অনুমতি দেয়নি, আপনারা কী করবেন-এমন প্রশ্নের জবাবে হেফাজতের এই মুখপাত্র বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। আশা করি সরকার আমাদের কর্মসূচিতে বাধা দেবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার ভোর ৬টা থেকে ঢাকায় প্রবেশের পথগুলোতে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তবে অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে এই ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। গত ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চের পর মতিঝিলে মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud