পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৫০ ভাষা নিয়ে মাইক্রোসফটের ট্রান্সলেটর অ্যাপ

Posted on August 10, 2015 | in তথ্যপ্রযুক্তি | by

microsoft_BG_579771243বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৫০ ভাষার সুবিধা নিয়ে ট্রান্সলেটর অ্যাপ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই এটি ব্যবহার করা যাবে।

চলতি সপ্তাহে উন্মুক্ত অ্যাপটি স্মার্টফোন, ট্যাব ছাড়াও চলবে স্মার্টওয়াচে।

ব্যবহারকারী যে শব্দটি অনুবাদ করতে চান তা লিখে বা উচ্চারণ করলে এটি দ্রুত ট্রান্সলেট হয়ে পর্দায় ভেসে উঠবে। ‌ট্রান্সলেট হওয়া শব্দটি কপি ও পেস্ট করতে পারবেন ব্যবহারকারী।

অনুবাদ সুবিধায় স্থান পাওয়া ৫০টি ভাষার মধ্যে রয়েছে ইংরেজি, ফ্রেঞ্চ, হিব্রু, চীনা, ইতালিয়ান, জাপানিজ, স্প্যানিশ ও রাশিয়ান।

অনেক আগে থেকেই বিং ওয়েবসাটের মাধ্যমে মোবাইল ও ডেস্কটপের জন্য তৈরি আলাদা অ্যাপে উইন্ডোজ ব্যবহারকারীদের ট্রান্সলেটর সেবা দিয়ে আসছে মাইক্রোসফট। এছাড়া স্কাইপে ট্রান্সলেটর প্রোগ্রামের মাধ্যমেও অনুবাদের সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

তবে মাইক্রোসফটের নতুন এ অ্যাপ ২৭ ভাষা সার্পোট করা গুগল ট্রান্সলেটরকে একরকম ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud