পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়ার বিচারের দাবি : হাছান মাহমুদ

Posted on August 1, 2017 | in রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বকে চিরতরে শেষ করে দিতে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ও তারেক রহমানের পরিচালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়।

এ সময় জিয়াউর রহমানসহ ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনাকারী ও ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত ছিলো, জিয়াউর রহমানসহ তাদের বিচার করা প্রয়োজন- এটিই হচ্ছে আজকে জাতীর প্রত্যাশা। জিয়াউর রহমানসহ তার স্ত্রী খালেদা জিয়ার কি ভূমিকা ছিলো এগুলো আজ জনগণকে জানাতে হবে। ২১শে আগস্ট খালেদা জিয়া সেদিন রাষ্ট্রক্ষমতায় ছিলেন, রাষ্ট্রিয়যন্ত্রগুলো এ হত্যাকাণ্ডে সহায়তা করেছে। সুতরাং এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় বেগম খালেদা জিয়াকেও আনতে হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud