পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১ সেকেন্ডেই পানি বিশুদ্ধ

Posted on December 27, 2015 | in স্বাস্থ্য | by

full_395267312_1440696290নিউজ ডেস্ক: মাত্র এক সেকেন্ডেই পানি বিশুদ্ধকরণ পুনর্ব্যবহারযোগ্য পলিমার আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ গবেষণায় বিজ্ঞানীরা এয়ার ফ্রেশনার ও সাইক্লোডেক্সট্রিন ব্যবহার করে মাত্র এক সেকেন্ডেই পানি শুদ্ধকরণের প্রক্রিয়ার উদ্ভাবন করেন। যুক্তরাষ্ট্রের কর্ণওয়েল বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর ইউল ডিচটেলের নেতৃত্বে আবিষ্কৃত সাইক্লোডেক্সট্রিনযুক্ত কার্বনের পলিমার ২০০-এর অধিক বার ব্যবহার করা যাবে। ওই কার্বন পানিতে ভাসমান জীবানু নিমিষেই শোষণ করে নেবে। এটা ব্যবহারে খুবই সহজবোধ্য ও দামে সস্তা। দ্য টাইমস অব ইন্ডিয়া।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud