পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১০ সাংবাদিককে ফেলোশিপ দিলো ট্যুরিজম বোর্ড

Posted on July 30, 2017 | in জাতীয় | by

ডেস্ক রিপোর্ট :পর্যটন বিষয়ে প্রতিবেদনের জন্য এ বছর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ জনকে পর্যটন সাংবাদিক ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। রবিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের হাতে ফেলোশিপের সনদ ও সম্মানি তুলে দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি সম্ভব। সাংবাদিকরা পর্যটনের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরেন।’
পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটনে আমরা বিনিয়োগের অভাব অনুভব করছি। এ খাতে বিনিয়োগ হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারত, মালায়শিয়া সরকারিভাবে বিনিয়োগ করছে, দেশের ব্র্যান্ডিং এ কাজ করছে। আমরা সে ক্ষেত্রে পিছিয়ে আছি। বিনিয়োগের নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলেছি। বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়েছি, সেক্ষেত্রে ট্যুরিজমে মেগা প্রজেক্ট নেওয়া সম্ভব। যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থনৈতিকভাবে গার্মেন্টের কাছাকাছি পৌঁছে যাব।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের ট্যুরিজম এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সমালোচনায় আমাদের সহায়তা হবে। পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ বছর ফেলোশিপের জন্য ২৬টি আবেদন জমা হয়। এর মধ্যে দশ জনকে ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপ পেয়েছেন— বাংলা ট্রিবিউনের চৌধুরী আকবর হোসেন, ঢাকা ট্রিবিউনের ইশতিয়াক হোসাইন, বৈশাখী টিভির রিতা নাহার, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, বণিক বার্তার মনজুরুল ইসলাম, দা ইন্ডিপেন্ডেন্টের তারেক মোরতাজা, আর টিভির জুলহাস কবীর, ডেইলি সানের সোহেল হোসেন পাটওয়ারি, এসএ টিভির নিয়ামুল সাদেক ও চ্যানেল ২৪ এর সাদ বিন শফিক।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরান, ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান, সদস্য সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud