November 5, 2025
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল দাবি করেছে তাদের তৈরি হ্যাসওয়েল প্রসেসর এর পূর্ববর্তী প্রসেসরের তুলনায় ল্যাপটপের ব্যাটারির আয়ু ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।
২৩ মে ইনটেলের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন প্রসেসর প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনটেল। ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের কথা মাথায় রেখে নতুন চিপ তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন চিপ হবে বিদ্যুৎসাশ্রয়ী ও অধিক শক্তিশালী।
জুন মাসে তাইপেতে অনুষ্ঠেয় কম্পিউটেক্স মেলায় নতুন প্রসেসরের ঘোষণা দিতে পারে ইনটেল।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের বাজার পড়তির দিকে। ইনটেলের যেকোনো নতুন পদক্ষেপ কম্পিউটারের বাজারকে চাঙা করতে পারে।
ইনটেল জানিয়েছে, হ্যাসওয়েল নামের নতুন প্রসেসরগুলো কম্পিউটার ও ট্যাবলেটের মধ্যকার পার্থক্য দূর করতে সক্ষম হবে।