November 5, 2025
ঢাকা: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া বিল-ভউচারের মাধ্যমে সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য ও শিক্ষা ব্যুরো সাবেক প্রধান আনোয়ারুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী থানায় দুদকের উপ-পরিচালক মীর জয়নাল আবেদীন শিবলী ও উপ-সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক প্রধান (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম খান, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো মহাখালীর মিডিয়া ডেভেলপমেন্ট অভিসার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং প্রশাসন ও প্রশিক্ষণের (অতিরিক্ত দায়িত্ব) উপ-প্রধান মো. আবু হনিফা, সহকারী প্রধান (কারিগরী ও সহায়তা) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, অফিস সহকারী ও হিসাব রক্ষক মো. রশিদুল ইসলাম এবং এর সাথে সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠান আলিফ এ্যাড, তেজকুনী পাড়ার সত্ত্বাধিকারী মো. রিফাত সানজানী ইসলাম, বিএইচ ট্রেডার্স, কাফরুলের সত্ত্বাধিকারী মো. ইমন হাসান মালিক ও এম বি এন্টারপ্রাইকজ, মিরপুর এর সত্ত্বাধিকারী মো. মনিরুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, ২০১০-২০১১ অর্থবছরে আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রকার সংক্রামক-অসংক্রামক, ইমার্জেন্সি-রিইমার্জেন্সি ও আঞ্চলিক রোগসমূহ যেমন: এইচআইভি/এইডস, ডায়াবেটিস, এ্যানথ্রাঙ, নিপা ভাইরাস এবং ধুমপানের কুফল ও প্রসবকালীন সময়ের বিপদসমূহের বিষয়ে বিভিন্ন সর্তকতা সৃষ্টির লক্ষ্যে সভা, বার্তা সম্মলিত জারিগানের মাধ্যমে উদ্বুদ্ধকরণের নামে ভুয়া বিল ভাউচার প্রদর্শন করে ৫৫টি চেকের মাধ্যমে সর্বমোট ২ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১২৩ টাকা আত্মসাত করে।
দুদক দন্ডবিধি ৪০৯/৪৬৭/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা অনুযায়ী এই মামলা দায়ের করে।