November 5, 2025
ঢাকা: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। এ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে ভরিতে ১২০০ টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বৈঠকে শনিবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। রোববার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
বাজুস সূত্রে জানা গেছে, শনিবার ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণে দাম কমানো হয়েছে এক হাজার ২২৫ টাকা। ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৫২ হাজার ৩১৩ থেকে কমিয়ে ৫১ হাজার ৮৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণে আগের মূল্য ছিল ৪৯ হাজার ৯৮০ টাকা। সেখান থেকে এক হাজার ২২৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪৮ হাজার ৭৫৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণে এক হাজার ৫০ টাকা কমিয়ে ৪২ হাজার ৮৬৫ টাকার পরিবর্তে ৪১ হাজার ৮১৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরিতে ৮২১ টাকা কমিয়ে ৩০ হাজার ৩২৬ টাকার বদলে ২৯ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ‘কিটকো ডটকম’ সূত্রে জানা গেছে, গত দু’সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স স্বর্ণের (১ আউন্স=২ ভরি সাড়ে ১০ আনা) দাম কমেছে ৭৩ দশমিক ৪০ মার্কিন ডলার। দিন শেষে গতকাল প্রতিআউন্স স্বর্ণ আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে এক হাজার ৩৬০.২০ মার্কিন ডলারে। দু’সপ্তাহ আগে যা ছিল এক হাজার ৪৬২.৬০ ডলার।
স্বর্ণের দাম পুনঃনির্ধারণের কারণ সম্পর্কে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের কিছুটা দরপতন ঘটেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দেশের বাজারেও দাম কমিয়েছি।