December 22, 2025
ঢাকা: বহুল আলোচিত কিশোরগঞ্জের সোনালী ব্যাংক শাখা থেকে অভিনব কায়দায় টাকা লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী সিরাজকে আটক করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)এর গোয়েন্দা দল। শনিবার ভোররাতে ভৈরবের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সিরাজ টাকা লুটকারী সোহেলের মামা শ্বশুর। সোহেল গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে সিরাজের নাম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে। তারপর থেকে র্যাব তাকে আটক করার জন্য অভিযান্ চালিয়ে যাচ্ছিল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে টাকা লুটের এ ঘটনা ঘটে। এর ২ দিন পর গত ২৬ জানুয়ারি দুপুরে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা সংলগ্ন একটি বাড়ির একটি কক্ষের ভিতর থেকে ব্যাংকের ভল্ট পর্যন্ত আনুমানিক ২২ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। পরে ভল্টের টাকা গোনার পর ১৬ কোটি ৪০ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরে পড়ে।