পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সোনার লাঙ্গল নিলেন জাপার এমপি ফিরোজ ও বাবলা

Posted on March 10, 2014 | in রাজনীতি | by

14536_goldস্টাফ রিপোর্টার: সোনার  লাঙ্গল উপহার নিলেন জাতীয়  পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। আজ বিকালে  আবু  হোসেন  বাবলা  মানবজমিনকে  এ কথা স্বীকার করে বলেন দলের নেতাকর্মীরা ভালোবেসে সোনার লাঙ্গল উপহার দিয়েছেন। কি আর করার বলুন।

জাপার সূত্র জানায়,রোববার রাতে যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে কয়েক হাজার  নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে যাত্রাবাড়ী থানা জাপার সভাপতি তুহিনুর রহমান নুরু এ দুই এমপির হাতে  এক ভরি ওজনের  স্বর্নের লাঙ্গল তুলে  দেন। ৫ জানুয়ারীর নির্বাচনে ঢাকা-৬ আসন  থেকে কাজী ফিরোজ রশীদ ও ঢাকা-৪ আসন থেকে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি নির্বাচিত হন।  সোমবার তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা  দেয়া হয়   ডেমরা ও যাত্রাবাড়ী থানা জাতীয় পার্টির পক্ষ থেকে। তুহিনুর রহমান নুরুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও যাত্রাবাড়ী থানার   ওসি অবনী শংকর রায় ও স্থানীয় জাতীয়  পার্টির  নেতারা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ  সোনার লাঙ্গল উপহার  দেওয়ার জন্য তুহিনুর রহমান নুরু হাজীকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি জীবনে অনেক সংবর্ধনা  পেয়েছি। কিন্তু আজকের সংবর্ধনা আমার কাছে ব্যাতিক্রমধর্মী ।  এটা ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, যারা সন্ত্রাসী, অপহরণকারী, ডাকাত, তাদের ক্রসফায়ার দিয়ে  মেরে  ফেলা উচিত। যেসব মানবাধীকার কর্মী, সুশীল সমাজ ক্রসফায়ারে বিপক্ষে কথা বলেন, তারা দেশের শন্তি চায় না। তাই তারা সন্ত্রাসী, অপহরণকারী ও  চোর-ডাকাতকে উৎসাহিত করার জন্য মানবাধিকারের ধুয়া তুলে। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধান সমুন্নত রাখার জন্য জাতীয় পার্টি ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ নিয়েছে। যারা এই নির্বাচন নিয়ে  প্রশ্ন তুলে তারা দেশ, জণগণ ও গণতন্ত্রের শক্র। তাদেরকে সর্ব ক্ষেত্রে প্রতিরোধ করতে হবে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে  সোনার লাঙ্গল উপহার  নেওয়ার বিষয়টি স্বীকার করে সৈয়দ আবু হোসেন  বাবলা  আজ বিকালে মানবজমিনকে বলেন দলের নেতাকর্মীরা ভালোবেসে  আমাদেরকে সোনার লাঙ্গল উপহার দিয়েছেন। তিনি বলেন লাঙ্গলের সমপরিমান  অর্থ  মাদ্রাসা অথবা এতিম খানায় দান করার সিদ্ধান্ত নিয়েছি।  এরঅগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়ালকে  নিজ নিজ নির্বাচনী এলাকার  লোকজন  উপহার হিসেবে সোনার নৌকা   দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud