November 5, 2025
অপেক্ষার পালা প্রায় শেষ। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় মিশন ‘পোড়ামন’। শুটিং ডাবিং এডিটিং শেষ করে ছবিটি এখন সেন্সর ছাড়পত্রের অপেক্ষায়। সমপ্রতি ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। বান্দরবানের একটি বাস্তব ঘটনাকে নিয়ে ছবিটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট রোমান্টিক ছবির পরিচালক জাকির হোসেন রাজু। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহী ও আনিসুর রহমান মিলন। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পরিপূর্ণ গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহী। ‘পোড়ামন’ ছবির
৮০ ভাগ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরি, নীলাচল, মেঘলাসহ মিয়ানমার সীমান্তের অনেক মনোরম লোকেশনে। গানের ক্ষেত্রেও রয়েছে নতুন সংযোজন। এ ছবির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা ও শফিক তুহিন। আবদুল্লাহ জহীর বাবুর কাহিনী নিয়ে নির্মিত এ ছবিতে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, বিপাশা (লাক্স তারকা), ডন রতন, রেহিনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর। ছবির ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী ও চিত্রগ্রহণ করেছেন শাহীন।