পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সেনাবাহিনীতে বাড়লো জেসিও-সার্জেন্টদের মর্যাদা

Posted on April 20, 2014 | in দুর্নীতি দমন কমিশন | by
urlপ্রতিবেদ:

সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং সার্জেন্ট পদবির মর্যাদা উন্নীত করা হয়েছে। রোববার বিকেলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদকে দ্বিতীয় শ্রেণি হতে প্রথম শ্রেণি (নন ক্যাডার) এবং সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। এর ফলে জেসিও পদবিধারীরা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে আর সার্জেন্ট পদবিধারীরা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেসিওদের প্রথম শ্রেণি (নন ক্যাডার) এবং সার্জেন্টগণকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণে শুধুমাত্র পদমর্যাদা এবং বেতন কাঠামো পরিবর্তিত হবে।

এছাড়া সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী সকল প্রশাসনিক, অপারেশনাল এবং বিভিন্ন দায়িত্ব/কর্তব্য পালনের বিদ্যমান নিয়মাবলী পূর্বের ন্যায় অপরিবর্তিত ও চলমান থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud