November 6, 2025
কংক্রিটের বিকল্প হতে পারে সূর্যমুখীর বীজ থেকে তৈরি তুষ। তুরস্কের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, সূর্যমুখীর তুষ ব্যবহার করে টেকসই কংক্রিট তৈরি করা সম্ভব আর এ কংক্রিটে সহজে ফাটল ধরে না।
‘ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা সূর্যমুখীর তুষ থেকে কংক্রিট তৈরির এ তথ্য জানিয়েছেন।
তুরস্কের নামিক কেমাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, সূর্যমুখীর তুষ সাধারণত বর্জ্য হিসেবে দেখা হয়। তবে কংক্রিট তৈরিতে সূর্যমুখীর তুষ ব্যবহারে দ্রবণ জমাট বাঁধে এবং হালকা কংক্রিট হিসেবে কাজ করে।
গবেষকেরা আরও জানান, বাড়ি তৈরির এ উপাদান দিয়ে একতলা ও মালপত্র রাখার ঘর তৈরি করা যেতে পারে। এ ছাড়া সূর্যমুখীর তুষ থেকে জৈব জ্বালানি তৈরি করাও সম্ভব।