পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সুইজারল্যান্ড যাচ্ছেন ন্যান্সি

Posted on May 16, 2013 | in বিনোদন | by

nancy

অস্ট্রেলিয়া, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন ন্যান্সি। এবার যাচ্ছেন সুইজারল্যান্ড। আগামীকাল সন্ধ্যায় ৪ জনের দল নিয়ে উড়োজাহাজে চড়বেন তিনি। সেখানে বৈশাখীমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইবেন ন্যান্সি। এটি আয়োজন করেছে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি।

ন্যান্সি বললেন, ‘এবারের বিদেশ সফরের একটি বিশেষত্ব আছে। এই প্রথম আমি পূর্ণাঙ্গ যন্ত্রশিল্পীদের নিয়ে গান পরিবেশন করব। তারা হলেনথ রোজেন [কিবোর্ড], রাশেদ [বেজ গিটার], প্রিন্স [লিড গিটার] ও রোমান্স [অক্টোপ্যাড]।’ একই অনুষ্ঠানে ন্যান্সির পাশাপাশি গাইবেন সামিনা চৌধুরী ও এসআই টুটুল। এই যন্ত্রীরা তাদের সঙ্গেও বাজাবেন। আগামী ১৯ মে অনুষ্ঠান শেষ করে ২১ মে দেশে ফিরবেন ন্যান্সি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud