পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিঙ্গাপুরে দুই বাংলাদেশির কারাদণ্ড

Posted on November 16, 2014 | in প্রবাসী জীবন | by

Singapore_smসিঙ্গাপুর: সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হওয়া দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। এক মালয়েশিয়ান ট্রাক ড্রাইভারের সহযোগিতায় গত ৫ জুলাই সড়ক পথে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পাড়ি দেয়ার সময় উডল্যান্ডস সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ তাদের আটক করে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নোয়াখালীর ইয়াসিন আলী (৩২) ও ফেনীর মোহাম্মদ আলী (৩৩) । জানা যায়, তারা উভয়েই ওই ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে ছোট্ট জায়গার মধ্যে লুকিয়ে ছিলেন। এসময় তাদের সারা শরীর পুরনো ও বাতিল কাপড়ে ঢাকা ছিল। পাসপোর্ট ছাড়া লুকিয়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করায় ইয়াসিন আলীকে ৩০ দিন এবং মোহাম্মদ আলীকে ৪৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও তাদেরকে সহযোগিতার অপরাধে মালয়েশিয়ান ট্রাক ড্রাইভারকে ছয় মাসের জেল ও দুই হাজার ডলার জরিমানা করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud