পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সার্চ ইঞ্জিন গুগলের নতুন ফিচার ‘পার্সোনাল’

Posted on June 1, 2017 | in তথ্যপ্রযুক্তি | by

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগুল সম্প্রতি ‘পার্সোনাল’ নামের নতুন একটি ফিচার যোগ করেছে। এর ফলে আগের চেয়ে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

ব্যবহারকারী যেন আরও দ্রুত তাদের পছন্দের কনটেন্ট খুঁজে পেতে পারেন সেজন্য সার্চ পেজে পার্সোনাল ট্যাবটি সংযুক্ত করা হয়েছে। তবে গুগল অ্যাকাউন্টে লগইন না করলে এই সুবিধাটি পাওয়া যাবে না।

বর্তমানে স্বাভাবিক পদ্ধতিতে গুগলে কোনও ব্যবহারকারী লন্ডন লিখে সার্চ দিলে শহরটি সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখায়। তবে পার্সোনাল ট্যাবে গিয়ে আরও সুনির্দিষ্ট উপায়ে সার্চ করা সম্ভব। যেমন- সেখানে শুধু ইমেজ কিংবা ভিডিও সিলেক্ট করে রাখলে পরবর্তীতে লন্ডন লিখে সার্চ দিলে শুধু শহরটি সম্পর্কিত ছবি এবং ভিডিও দেখাবে। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারী তার পছন্দের কনটেন্ট শুরুতেই পাচ্ছেন। ফলে সময় অপচয় হচ্ছে না।

গুগলের এই ফিচারটি ব্যবহারকারীরা ওয়েব এবং মোবাইল দুটি প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন। তবে এখনই বিশ্বের সবাই পার্সোনাল ফিচারের সুবিধা পাবেন না। পর্যায়ক্রমে সব সব দেশে চালু হবে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud