November 6, 2025

সাভার থেকে: সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভার্টেক্স লিমিটেড এবং আশুলিয়ার আরও ৩টি তৈরি পোশাকশিল্প কারখানায় ফাটল দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে ৩টি কারখানা এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
আরেকটিতে শ্রমিকরা বিক্ষোভ করছে।নিরাপত্তার স্বার্থে যেকোন সময় এটিও বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার তেতুলঝাড়া এলাকার ভার্টেক্স কারখানাটির দ্বিতীয় তলায় ফিনিশিং সেকশনের টয়লেটের কাছে ফাটল দেখা দিলে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়ে।
এ সময় কর্তৃপক্ষ আতঙ্কিত শ্রমিকদের বুঝিয়ে কাজে অংশগ্রহণ করালেও শনিবার সকালে কারখানায় এসে তারা ফাটলটি বেশ বড় আকার ধারণ করেছে দেখতে পায়। এমতাবস্থায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কাজের নিরাপদ পরিবেশের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
ভার্টেক্স লিমিটেডের সামনে শ্রমিক অসন্তোষের ঘটনায় তেঁতুলঝোড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। যেকোন সময় আশপাশের কারখানার শ্রমিকেরাও এতে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। শ্রমিকদের দুপুরের পরে আবার কারখানায় আসতে বলা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
এদিকে আশুলিয়ায় আশুলিয়ার জামগড়া এলাকার মিগার প্লাজার ড্রেসআপ লিমিটেড, শিমুলতলা এলাকার নাভা নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা শনিবার ফাটল আতঙ্কে বেরিয়ে গেলে নিরাপত্তার স্বার্থে কতৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
এছাড়া আশুলিয়ার বেরন এলাকায় স্টারলিংক স্টাইল লিমিটেড কারখানায় ফাটল আতঙ্কে বিক্ষোভ করছে শ্রমিকরা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারখানাও বন্ধ করে দেওয়া হতে পারে।