November 6, 2025
ঢাকা: সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সদ্য প্রতিষ্ঠিত এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড।
সাভার ট্রাজেডিতে আহত ও নিহতদের পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেয় এনআরবি কর্মাশিয়াল ব্যাংক। তবে অনুদানের অর্থ পরিমাণ প্রকাশ করেনি ব্যাংকটি।
বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাছাত আলী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও দেওয়ান মজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।