পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাভারের জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব

Posted on July 17, 2017 | in সারা দেশ | by

ডেস্ক রিপোর্ট : সাভারে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও জঙ্গিদের ভাড়া নেওয়া বাড়িটি আজও (সোমবার) ঘিরে রেখেছে র‌্যাব। তবে জনসাধারণের চলাচলের জন্য সড়ক পথটি খুলে দেওয়া হয়েছে।

সাভার র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, ‘ওই আস্তানা থেকে চার জঙ্গি গ্রেফতারের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাড়িটিতে মামলার অনেক আলামত রয়েছে। কেউ যেন মামলার আলামত নষ্ট না করতে পারে, সেজন্য বাড়িটির সামনে র‌্যাব মোতায়েন করা হয়েছে।’

ওই এলাকার জাহানারা বেগম নামের এক নারী বলেন, ‘তিনি এর আগে জঙ্গি আস্তানায় অভিযানের খবর টিভিতে দেখেছেন। তবে এই প্রথম নিজেই তার এলাকায় জঙ্গি অভিযানের ঘটনা দেখলেন।’

আব্দুল বাছেদ নামের একজন বলেন, ‘ইব্রাহিমের বাড়িতে এর আগে একটি ক্ষুদ্র কারখানা ছিল। একারণেই তাদের গ্রামের লোকজন ওই বাড়িতে যাওয়া-আসা করতো না। এছাড়াও দেড় মাস আগে যুবকরা বাড়িটি ভাড়া নিলেও তাদেরকে তেমন একটা বাইরে আসতেও দেখা যায়নি।’ তবে জঙ্গি অভিযানের পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকাটি নিস্তব্ধ ও থম থমে হয়ে গেছে বলেও জানান তিনি।

সূত্র : বাংরাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud