পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাতক্ষীরায় সেনাবাহিনী পৌঁছেছে

Posted on December 19, 2013 | in দুর্নীতি দমন কমিশন | by

Bangladesh-BDR-munity-001সাতক্ষীরা: সেনাবাহিনীর একটি দল সাতক্ষীরা পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর দলটি সাতক্ষীরা শহরে পৌঁছে। বর্তমানে তারা সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থান করছেন। জেলার তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো, সিরাজুল হক মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ফোন করলে জানানো হয়, এ ব্যাপারে এখনও কোনো তথ্য তাদের কাছে নেই। সাতক্ষীরায় জামায়াত-শিবিরের শক্ত অবস্থান রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় হওয়ার পর থেকেই সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ব্যাপক সহিংসতা চালিয়েছে। গত কয়েকমাসে তাদের হামলায় ৫৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সর্বশেষ গত রবিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরায় যৌথবাহিনী অভিযানে নামে। এ পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে পাঁচজন মারা গেছেন। এখনও অভিযান চলছে। বৃহস্পতিবারও অভিযান চালানোর সময় জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে নির্বাচনের আগে সেনা মোতায়েন করার ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশনে বৈঠক হবে। এজন্য দেশের সব জেলা প্রশাসকদের ঢাকায় ডাকা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud