পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাকিব ৩ ম্যাচ নিষিদ্ধ, ৩ লাখ টাকা জরিমানা

Posted on February 21, 2014 | in জাতীয় | by

178755ঢাকা:  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যামেরার সামনে কিছুটা অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে করে শু্ক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তলব করেছিল তাকে। আলাপ আলোচনা শেষে বাঁহাতি অলরাউন্ডারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এবং তিন লাখ টাকা জরিমানাও করেছে। বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী বলেন,‘এই ঘটনায় অনুশোচনা করেছে সাকিব। খেলোয়াড়সুলভ আচরণ হয়নি এটাও স্বীকার করেছে। আমরা তাকে বলেছি এমন আচরণ অগ্রহণযোগ্য।’ বোর্ডের আচরণবিধি অনুযায়ী আগামী তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন ‍না সাকিব। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাকে। নিষেধাজ্ঞা অনুযায়ী বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে মুশফিকদের। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ভারত ও ১ মার্চ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে তাকে পাবে না গতবারের ফাইনালিস্টরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud