পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাকিবকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা

Posted on May 6, 2013 | in খেলাধুলা | by

সাকিবকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা ঢাকা: সাকিব আল হাসান খেলার মাঠে সাধারণত প্রতিক্রিয়া দেখান না। আম্পায়ারদের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই এতদিন মেনে এসেছেন। রোববার হঠাৎ করেই আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখান ওয়ানডে শীর্ষ অলরাউন্ডার। এজন্য আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবের ম্যাচ ফি‘র ৭৫ শতাংশ জরিমানা করেছে।

৩১তম ওভারে সাকিব ৩৪ রানে ব্যাট করছিলেন, প্রসপার উৎসেয়া ওই ওভারে তৃতীয় বলে এলবিডব্লুর আবেদন করলে তর্জনী তোলেন আম্পায়ার। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাকিব প্রতিবাদ জানান প্যাডে ব্যাট দিয়ে সজোরে আঘাতের মাধ্যমে। ফেরার পথে প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন টেলরের গায়ের সঙ্গে ধাক্কাও লাগান। যদিও পিছু তাকিয়ে টেলরকে হাতের ইশারায় দুঃখ প্রকাশ করেছেন।

সাকিবের এই আচরণ ‘স্পিরিট অব ক্রিকেট’র সঙ্গে না যাওয়ায় দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ম্যাচ ফির বেশির ভাগ কেটে নেওয়ার সুপারিশ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। টিম ম্যানেজমেন্টকে সেটা জানিয়েও দেয়া হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud