November 5, 2025
ঢাকা: দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আর সে নির্বাচন হলে তা প্রতিহত করবে দলটি।
রোববার সকালে হরতাল চলাকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও মুখপাত্র শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
এদিকে নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের শুরুতেই বিভিন্ন স্থানে মিছিল থেকে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা।
হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক পাহাড়া ও টহল দিচ্ছে পুলিশ ও র্যাব সদস্যরা। জনসাধারণের নিরাপত্তায় কোনো পথচারীদের তল্লাশি করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিগত দিনের হরতালের মতো রোববার ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা। সেখানে নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোট তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুর্নবহাল, সব রাজবন্দীর মুক্তি, সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদ ও সরকারের পদত্যাগ দাবিতে রোববার এ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।