November 5, 2025
আটটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করেছে সরকার। কলেজগুলো হলো, সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসিন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এল বি কে ডিগ্রি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও রূপসার বঙ্গবন্ধু কলেজ, ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, যশোরের শর্শার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান কলেজ ও নেত্রকোনার মদনের হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি মহাবিদ্যালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এসব কলেজকে সরকারিকরণ করে পৃথক আদেশ জারি করে। এতে বলা হয়, গত ১৪ মে থেকে এসব কলেজের সরকারিকরণের আদেশ কার্যকর হবে।
ক্ষমতাসীন মহাজোট সরকারের আমলে এর আগে চারটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়।