পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকারকে আলটিমেটাম দেবে ১৮ দল

Posted on May 4, 2013 | in জাতীয় | by

18-dal20130503140649

ঢাকা: শনিবার শাপলা চত্বরের সমাবেশ থেকে সরকারকে নির্দিষ্ট সময় বেধে আলটিমেটাম দেবে ১৮ দলীয় জোট। বেধে দেওয়া সময়ের মধ্যে সরকার দাবি না মানলে লাগাতার হরতাল, ঘেরাও এবং অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে পারে ১৮ দলীয় জোট।

শনিবারের মহাসমাবেশ থেকেই এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিএনপির একটি নির্ভরশীল সূত্র। হরতাল বা অবরোধ কর্মসূচি কতদিনের হতে পারে সে বিষয়ে শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নেবেন। তবে আলটিমেটাম দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে টানা ৪৮ ঘণ্টা থেকে ৬০ বা ৭২ ঘণ্টার হরতাল দিতে পারে।

সূত্র জানায়, ১৮ দলের সমাবেশ থেকে আটক নেতাদের মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হত্যা ও গুম বন্ধ করার দাবি জানানো হবে। সাভারের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিও থাকবে এগুলোর মধ্যে।

শনিবারের সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যার পর থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে মুখ করে শাপলা চত্বরে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আবদুস সালামসহ জ্যেষ্ঠ নেতারা মঞ্চ তৈরির কাজ তদারকি করেছেন।

জানা যায়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশ মঞ্চে মোট ১৪০টি চেয়ার থাকবে। মঞ্চে আঠারো দলীয় জোটের শীর্ষ নেতারাসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud