পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সমাবেশ মঞ্চে খালেদা

Posted on May 4, 2013 | in জাতীয় | by

khaleda-Nazmul-1sm20130504040347

শাপলা চত্বর থেকে: আঠারো দলের সমাবেশ মঞ্চে এসেছেন বিএনপি চেযারপারসন খালেদা জিয়া।

শনিবার বেলা সোয়া তিনটার দিকে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বেলা পৌনে চারটার দিকে তিনি মতিঝিল শাপলা চত্বরের সমাবেশ মঞ্চে পৌছান।

এ সময় সমবেত নেতাকর্মীরা তুমুল করতালি ও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে। জবাবে মঞ্চে উঠে‌ই সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি প্রধান।

সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এর আগে দুপুর ২টার দিকে কোরআন তিলওয়াতের মাধ্যমে শাপলা চত্বরের মঞ্চে সমাবেশ শুরু হয়।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা।

সভাপতি ও প্রধান অতিথি ছাড়াও মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ১৮ দলীয় জোটের সভাপতিরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud