November 5, 2025
আন্তর্জাতিক ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি। ব্যতিক্রম ধাচের কারখানার সন্ধান পাওয়া গেছে নাইজেরিয়ায়। আবার সেটা আবার শিশু উৎপাদনের কারখানা! নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে তারা এই নিয়ে দ্বিতীয় শিশু উৎপাদনের সন্ধান পেয়েছে। দেশটির পুলিশ বুধবার এ খবর জানিয়েছে।
বুধবার নাইজেরিয়ার পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ অন্তঃসত্ত্বা যুবতীকে উদ্ধার করেছে। পুলিশ এসময় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে। তারা ওই কিশোরীদের গর্ভবতী করে তাদের সন্তান বিক্রি করতো।
দেশটিতে চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এমন ‘শিশু উৎপাদন’ আস্তানার সন্ধান পেল পুলিশ। এর আগে গত সপ্তাহে দেশটির ইমো রাজ্যের উমুয়াকা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭ জন গর্ভবতী নারী এবং ১১ শিশুকে উদ্ধার করে পুলিশ।
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ইনুগু জেলা পুলিশের মুখপাত্র ইবেরে আমরাইজু বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের ওই বাড়িতে অভিযান চালাই। সেখান থেকে ১৭ বছরের কম বয়সী ৬ কিশোরীকে উদ্ধার করি।
তিনি জানান, গত সোমবারের ওই অভিযানে চক্রটির দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে। টাকার প্রলোভন দেখিয়ে এসব কিশোরীদের সেখানে নিয়ে যাওয়া হতো বলে জানান তিনি।
উল্লেখ্য, এবছর দেশটির বেশ কয়েকটি স্থান থেকে এ ধরনের আস্তানা খুঁজে পায় পুলিশ। তবে এসব শিশুর যারা ক্রেতা তাদের কাউকে এখনো ধরতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের মে মাসে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্য থেকে পুলিশ ৩২ জন গর্ভবতী নারীকে উদ্ধার করে। তারা জানায়, তাদের সন্তানগুলোকে তারা বিক্রি করতো ২৫ থেকে ৩০ নাইরাতে (১৯১ পাউন্ড)।