September 16, 2025
ঢাকা: আগামী ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা রোধে দেশের সব সড়ক মেরামত করা হবে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সড়ক ও জনপথ (সওজ) অধিপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
যোগাযাগমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার এক বৈঠকের পর জানান, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কের কর্মকর্তা-কর্মচারীরাও ওই সময় পর্যন্ত ছুটি পাবেন না। তবে জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অনুমতি নিয়ে ছুটি পাওয়া যাবে বলে জানান যোগাযোগমন্ত্রী। গত কয়েক বছর ঈদের আগে বেহাল সড়কের কারণে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এবার বর্ষা মৌসুমের আগেই সব সড়কের মেরামত কাজ শেষ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়ে আসছেন মন্ত্রী।
উল্লেখ্য, চাঁদের হিসাবমতে এবার ঈদুল ফিতর আগামী ৯ আগস্ট হতে পারে।