পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংসদ ভবনে বিএনপি সাংসদদের মিছিল

Posted on May 8, 2013 | in রাজনীতি | by

parlament-bg20130507223124

সংসদ ভবন : আঠারো দলীয় ‍জোটের হরতালের প্রথম দিন বুধবার সকালে সংসদ ভবন এলাকায় মিছিল করেছেন বিএনপির ১৪ জন সংসদ সদস্য।

সকাল ৯টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মিছিলটি শুরু হয়। বিরোধী দলীয় চিফ হুইফ জয়ন‍ুল আবদীন ফারুকের নেতৃত্বে মিছিলটি মনিপুরী পাড়া গেট হয়ে সংসদের লেকের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে হেফাজতের সমাবেশে হতাহতদের জন্য মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে ফারুক বলেন, “এভাবে দেশ চলতে পারে না। একের পর এক মানুষ হত্যার জন্য সরকারকে জবাব দিতে হবে।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখন সময়ের দাবি। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না এলে এসব সমস্যার সমাধান হবে না।”

এ সময় বিএনপির সাংসদদের মধ্যে আরো ছিলেন- জেডআই মোস্তফা, গোলাম মোস্তফা, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের, শাম্মী আক্তার, আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার ইয়াসমিন মনি, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা প্রম‍ুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud